মসজিদের কার্যক্রম

ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদের ব্যাপারে ছয় শ্রেণির মানুষ দায়িত্বশীল। তাঁরা হলেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মক্তব-পরিচালক, কমিটি ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। প্রত্যেকের ওপর নির্ধারিত কিছু দায়িত্বও রয়েছে।

.

যেমন—ইমাম যথাযথভাবে নামাজ করবেন এবং মুসল্লিদের দ্বিনি জ্ঞান, ঈমান ও আমলের উন্নয়নের চিন্তা করবেন। মুয়াজ্জিন যথাসময়ে আজান দেবেন। ইমামকে সহযোগিতা করবেন। খাদিমরা নিজ নিজ কাজ সম্পন্ন করবেন। মক্তব-পরিচালক মুসলিম শিশুদের ফরজ শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবেন। কমিটি ও দায়িত্বশীল কর্মকর্তা মসজিদ ও মুসল্লিদের প্রয়োজনগুলো পূরণের চেষ্টা করবেন। মসজিদের সার্বিক পরিচালনার ক্ষেত্রে ইমামকে পরামর্শ দেবেন এবং তাঁর থেকে পরামর্শ নেবেন। (আহকামুল মাসাজিদ ফিশ-শারিয়াতিল ইসলামিয়া, পৃষ্ঠা : ৪০৫-৮)

.

  • মসজিদ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য।

মসজিদ পরিচালনাকারী মানুষগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের এক আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না।’ (সুরা নুর, আয়াত : ৩৬-৩৭)

.

এ আয়াত থেকে বোঝা যায়, এমন মানুষের তত্ত্বাবধানে মসজিদ পরিচালিত হওয়া জরুরি, যাদের সঙ্গে মসজিদের অবিচ্ছেদ্য বন্ধন রচিত হয়েছে, যারা সুখে-দুঃখে সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। ইবাদত ও আমলের মাধ্যমে মসজিদকে আবাদ রাখে।

.

আমাদের মসজিদ কমিটির সদস্যদের নামের পূর্ণাঙ্গ তালিকাঃ

ক্র: নংনামপদবী
আবু তাহের ভূঁইয়াসভাপতি
জাহিরুল জালাল (বাবুল ভূঁইয়া)সহ-সভাপতি
সামশির আলম ভূঁইয়াসাধারণ সম্পাদক
হুমায়ন কবির ভূঁইয়াসহ-সাধারণ সম্পাদক
গোলাম মূর্তজা ভূঁইয়াকোষাধ্যক্ষ 
সরফরাজ আলি ভূঁইয়াসদস্য
মোঃ ফিরোজসদস্য
নিক্সন ভূঁইয়াসদস্য
আরিফ ভূঁইয়াসদস্য
১০রাফসান জানিসদস্য
১১রোকনসদস্য
১২জাকির পাটোয়ারীসদস্য
১৩নজু ভূঁইয়াসদস্য
১৪রাজন ভূঁইয়াসদস্য
১৫তিনু ভূঁইয়াসদস্য
১৬বোরহান ভূঁইয়াসদস্য
১৭সুমন ভূঁইয়াসদস্য
১৮আবু নাসেরসদস্য
১৯কাসেম পাটোয়ারীসদস্য
২০মানিক পাঠানসদস্য
২১নূরে আলম মন্টুসদস্য
২২সামসুল হুদাসদস্য
২৩আবুল কালামসদস্য
২৪আমির হোসেনসদস্য
২৫সুমনসদস্য
২৬লোকমানসদস্য
২৭মাসুদসদস্য
২৮মামুনসদস্য
২৯আবু সাঈদসদস্য
৩০এস.এস.এ. খালেক জয়নালসদস্য
Translate »